লামায় যাত্রীবাহি বাস ও কার্গো সংঘর্ষ অবশেষে নিহত-১
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা, লামা ॥
লামায় যাত্রীবাহি বাস ও কার্গো ট্রাকে মুখোমুখি সংঘর্ষে লামা থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বাসের চালক মোঃ আনোয়ার হোসেন মারা গেছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে লামা থেকে চকরিয়া যাচ্ছিল এবং কার্গো ট্রাকটি মিনারেল ওয়াটার সহ মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে লামা বাজারে আসছিল। এসময় উভয়ের মূখমূখি সংঘর্ষ হলে ৩৪ জন আহত হন,তার মধ্যে গুরুতর আহত বাস চালক আনোয়ার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে বিকালে মারা যান।
উল্লেখ্য, বুধবার সকালে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় এ সড়ক দূঘটনা ঘটে।