[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

৫৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

“সবার জন্য প্রয়োজন জন্ম মৃত্যু পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবানে পালিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান পৌরসভা আয়োজনে পৌরসভা কার্যালয় হতে প্রধান সড়ক হয়ে র‌্যালি বের হয়ে পূনরায় পৌরসভা কার্যালয় শেষ হয়।

বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভা সচিব তৌহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভা প্যনেল মেয়র সৌরভ দাশ শেখর।

এ সময় পৌর কাউন্সিলর অজিত বড়ুয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মং মং সিং, উমর ফারুক, সেলিম রেজা, দিপীকা তংচঙ্গ্যাসহ সাংবাদিকবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সবাইকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংগ্রহ করতে হবে। কেননা এই প্রয়োজনীয় কাগজপত্রে ও অনান্য তথ্যদি প্রত্যক স্থানে প্রয়োজন হয়। এর ফলে কোন ভোগান্তি কিংবা অনান্য ক্ষেত্রে সহজলভ্য হয়।

বক্তারা আরো বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করার জন্য দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে। যাতে সাধারণ মানুষ আরও সহজভাবে বুঝতে পারেন ।

প্রসঙ্গত, এসডিজির একটা লক্ষ্যমাত্রা রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।