বরকলে ব্র্যাক শাখা অফিস শুভ উদ্ভোদন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবাদানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি সংস্থা(এনজিও) ব্র্যাক। বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বরকলে ব্র্যাকের ক্ষুদ্র ঋণ শাখা অফিস শুভ উদ্ভোদন করা হয়।
রাঙ্গামাটি জেলার ব্র্যাক অফিসের কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে উদ্ভোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি ব্র্যাক অফিসের জেলা ব্যবস্থাপক অমিয় দর্শী চাকমা,ডেপুটি ম্যানেজার নয়ন কান্তি দে,বরকল উপজেলা ব্র্যাক ক্ষুদ্র ঋণ শাখা অফিসের নবাগত ব্যবস্থাপক শফিকুল ইসলাম,মানব সম্পদ কর্মকর্তা শিবলু বড়ুয়া সহ ব্র্যাকের জেলা ও উপজেলার বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য জুয়েল রানা বলেন,ব্র্যাক বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান। অন্যান্য এনজিও তুলনায় ব্র্যাক অনেক অগ্রসর। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে ঋণ সেবা দেয়ার পরামর্শ দেন। বরকল উপজেলার মতো জায়গায় ব্র্যাকের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা উদ্যোগকে সাধুবাদ জানান।
সভাপতি বক্তব্য মোঃ হাবিবুর রহমান বলেন,জনসাধারণের আর্থিক সেবাদানের উদ্দেশ্য এ ব্র্যাক শাখা। এছাড়াও তিনি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি ব্র্যাকের কার্যক্রম বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।