মাটিরাঙ্গায় বিজিবির গাড়ী নদীতে পড়ে আহত ২
॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী ইউনিয়নে বিজিবি’র গাড়ি উল্টে বিজিবির ২ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোমতী বি.কে উচ্চ বিদ্যালয়ের পাশে সিএনজি কে পাশ দিতে গিয়ে ৪০ বিজিবির একটি টহল গাড়ি গোমতী নদীতে পড়ে যায়। এ ঘটনায় বিজিবি এর ২ সদস্য আহত হয়েছে।
৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পলাশপুর জোনের উপ-অধিনায়ক লে.কর্নেল রায়হান খুসরু জানান, সকালে ৪০ বিজিবির একটি টহল গাড়ি গোমতীতে যায়। দুপুরে ফেরার পথে গোমতী গড়গড়িয়া রাস্তায় একটি সিএনজি কে পাশ দিতে গিয়ে মাটি ভেঙে গোমতী নদীতে পড়ে যায়। গাড়িতে বিজিবির ৭ জন সদস্য ছিলো। এতে ২ জন সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে প্রেরণ করা হয়।