[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা, যুবক আটক

৫৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে ইটের আঘাতে অচেতন করে পেট্রোল ঢেলে চাইথোয়াই মারমা (৬৬) নামে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরফিন শরীফ পাটোয়ারীকে (২৬) আটক করেছে। আটক শরীফ রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার নিজ বাড়ির সামনে আরফিন শরীফ পাটোয়ারী তার প্রতিবেশি চাইথোয়াই মারমা (৬৬) বাড়ির পাশে রাস্তার ধারে বসা অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করেলে সে অচেতন হয়ে পরলে তার গায়ে পেট্রল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডা. নরেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশি। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার পিতা থানায় অভিযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকান্ড ঘটিয়েছে।
স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাশক্ত ছেলে। একমাস পূর্বে তাকে বিয়ে করানো হলে ৩দিনের মাথায় সংসার ভেঙ্গে যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী জানান, ঘটনার পর ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে। তবে পরবর্তি তদন্তে হত্যার কারণ জানা যাবে।