লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
লংগদুতে বৈদ্যুতিক খুঁটিতে লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকালে করল্যাছড়ি আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলমগীর লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, আলমগীর হোসেন করল্যাছড়ি আদর্শপাড়া এলাকায় বেলালের ঘরে বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ শেষে বিদ্যুতের খুঁটিতে তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে এলাকাবাসীরা তাকে দ্রুত লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।