[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত

৪৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় দুর্গম পাহাড়ে হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্টিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর ) সকালে উপজেলার মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মিতিঙ্গাছড়ির ৫৬ বেঙ্গল রেজিমেন্টের কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ, রাজস্থলী সাব জোনের উদ্যােগ মিতিঙ্গাছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ শম মুবতাসীন মালিয়াত সৌধ, রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরী, ওয়ারেন্ড অফিসার মোঃ আকরাম হোসেন, ওয়ারেন্ড অফিসার মোঃ শুক্কুর আলীসহ হেডম্যান কার্বারী বৃন্দ।

রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়ন যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়, তাহলে সকলে মিলে মিশে বসবাস করা যায়। পাহাড়ে যারা উন্নয়নে বাঁধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। সকলে যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, কয়েক দিনের ভিতরে একটি ভ্রাম্যমাণ ম্যাডিকেল ক্যাম্প হবে। সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করবে। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।