পাহাড়ের বহুস্থানের জেঠা-জেঠি ভুয়া আসামী হইয়াও আদালতের ধারে ধারে ঘুরিতেছে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দুস্কৃতকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু হইতেছে। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউগ্গা…
রাবপ্রিবির তথ্য জেঠা কহিলো, প্রধানমুন্ত্রী শেখ হাসিনা জেঠির আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টা, সদিচ্ছা ও এইখানকার জেঠা-জেঠিগোর প্রতি অকৃত্রিম ভালোবাসার কারনে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাইয়াছে। মহা এই শিক্ষা প্রতিষ্ঠান পাওয়ায় আমাগো খেটে খাওয়া মানুষের সন্তানরাও উচ্চ শিক্ষা গ্রহন করিতে পারিবে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নেরই একাংশ। তয় কথা হইলো এই স্বপ্নকে পুরোদমে বাস্তবায়ন করিতে পাহাড়ের হ¹ল জেঠা-জেঠির ঐকন্তিক সহযোগীতাও দরকার। না হইলে কারো স্বপ্নই পরিপূর্নবাস্তবায়ন হইবে না, চিন্তায় আছি…
বরণ জেঠা কহিলো, রাঙ্গামাটির রিজার্ভস্থ এক বোর্ডিং হইতে ডিবি পরিচয় দিয়া অপহৃত লালথন পাংখোয়া এখনো কোন খোঁজ হদিস পুলিশ জেঠারা পায় নাই। লালথন ডাক্তার দেখাইতে আসিয়া ডিবি পরিচয় দিয়া তাইনেরে বোডিং হইতে অপহরণ করিয়া নিয়া গেলে পরিবারের লোকজন তাৎক্ষনিক না জানানোর কারনে বিষয়খানা গভিরে চলিয়া যায়। এই ঘটনা লইয়া পুলিশ তদন্ত চালাইতেছে। লাথনের পুরিবার আমাগো প্রধানমুন্ত্রী শেখ হাসিনা জেঠির হস্তক্ষেপ কামনা করয়িাছে। কথা হইলো অপহৃত লালথন পাংখোয়াকে জীবিত উদ্ধার করিতেই হইবে, চিন্তায় আছি…
মানিক জেঠা কহিলো, আমাগো উন্নয়ন বোর্ড চেয়ারমন নিখিল জেঠা কহিলো, পাহাড়ী প্রত্যন্ত অঞ্চলে যেইখানে বিদ্যুতের খুঁটি যাইবে না হেইখানে সোলার প্যানল দিয়া জেঠা-জেঠিগোর বাড়ি ঘর আলোকিত করা হইবে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এর পুরো বাস্তবায়ন করা হইবে। সোলার পাইতে যাইয়া যাহাতে কেউ কোন অন্যায় আবদারে জড়াই না পরে হেই দিকেও খেয়াল রাখিতে হইবে। কথা হইলো সোলার লইয়া বহু তালিমালি হইয়াছে এইসব তালিমালির দিকে বোর্ডকেই খেয়াল রাখিতে হইবে, চিন্তায় আছি…
মিল্ট জেঠা কহিলো খাগড়াছড়ির মহালছড়িতে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীরে ডৌন হয়রানির অভিযোগ তুলিয়া বিদ্যালয়ে নালিশ করিয়াছে ছাত্রীর অভিভাবক। এ ঘটনা লইয়া উপুজেলায় অভিভাবক শিক্ষকগোর মইধ্যে টানা পোড়েন চলিতেছে। প্রদান শিক্ষক জেঠা তদন্ত করিয়া ব্যবস্থা গ্রহন করিবেন বলিয়া উদ্যোগ লইয়াছে। কথা হইলো সঠিক যাচাবাচাই করিয়া সিদ্দান্ত লওনের দরকার খেয়াল রাখিতে হইবে কাহারো যাহাতে সম্মানের হানি না হইয়া পড়ে, চিন্তায় আছি…
হ্লা জেঠা কহিলো, রুমা উপজেলারর কলেজ পড়ুয়া এক ছাত্রীরে প্রাইভেট শিক্ষক কৌশলে ধর্ষণ কিরয়াছে অভিযোগে ঐ শিক্ষ এখুন জেল হাজতে। ছাত্রীর অভিভাবকের অভিযোগ হইলো তাঁগো মাইয়ারে স্কুলের এক শিক্ষক প্রাইভেট পড়ানোর ফাঁকে ধর্ষণ করিয়া আবার ভিডিও ধারন করিয়া তা প্রচার করায় দুইটি মামলা করিয়াছে। পরে পুলিশ জেঠারা শিক্ষকরে আটক কিরয়া আদালতে সোপর্দ করিলে আদালত জেল হাজতে প্রেরণ করিয়াছে। কথা হইলো আমাহো বহু মাইয়ারা নানান ঘটনার শিকার হইলেও ডরেভয়ে অভিভাবকগোরে না জানানোয় ঘটনা লম্বা হইয়াছে, চিন্তায় আছি…
আমাগো দীপন জেঠা কহিলো দেশের সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হইতে না পারিলে খালি পিছনেই যাইবে। ৭৫ পরবর্তী দেশের সংখ্যালঘুদের উপর নির্ডাতন বন্ধে বীর মুক্তিযোদ্ধা সিআরদত্ত হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সংগঠন গঠন করিয়াছেন। আগামী প্রজম্মের জন্য এ সংগঠণকে সুমংগঠিত করিতে হএিব। কথা হইলো দেশে টানা নির্যাতন নিপীড়ণ হইলেও বিচারের বেলায় ফক্কা। নির্ডাতন নিপীড়নের বিচার ব্যবস্থা সঠিক করিতে রাজপথেই থাকিতে হইবে, চিন্তায় আছি…
আমাগো জেল পুরিষদের চেয়ারমন অংসুই জেঠা কহিলেন, জলবায় পরিবর্তনের প্রভাব মুকাবিলায় পরবর্তী প্রজম্মের জইন্য উফায় খুঁজিয়া বহির করিতে হইবে। পাহাড়ের সংরক্ষতি এবং মালিকানায় রক্ষিত বন বনানীর রক্ষা করিতে হইবে। গের বুধবার তাইনে জলবায় সংক্রান্ত সভায় এই আহ্বান করিয়াছেন। কথা হইলো সরকারি বেসরকারি হ¹ল বনজ সম্পদের একটি ডাটাবেজ তেরী করিয়া হেইখানে সংরক্ষণের সাইনবোর্ড ঝুলাইতে হইবে। পজম্মের সঠিক উন্নয়ন এবং তাগো রক্ষায় দ্রুত সঠিক উদ্যোগ লইতে হইবে, চিন্তায় আছি…
আমাগো রাজা বেরিষ্টার দেবাশিষ রায় কহিলেন, গ্রাম্য আদালতে বিচারিক কাজে যাহাতে জেঠা-জেঠিরা হয়রানির শিকার না হয় হেইদিক গ্রাম প্রধানদের সজাগ থাকিতে হইবে। ইউনিয়ন পুরিষদ চেয়ারমন মেম্বারদের স্বচ্ছতা জবাবদিহিতা সহ সমাজের সমস্যাগুলো নির্ধারণ করিয়া আদালতের উপর আস্থা রাখিতে হইবে। সম্প্রতি শহরের ক্রীড়া সংস্থায় আয়োজিত পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থা এবং অন্যান্য প্রতিকারের স্পষ্ট ভূমিকা ও দায়িত্ব¡ বিষয়ক প্রচার কর্মশালায় প্রধান অতিথির বক্তবেতাইনে এইসব কহিলেন। কথা হইলো আমাগো গ্রাম প্রধানের বহু জেঠা-জেঠির উল্টাপাল্টা কাইজ কামেও বিচারপ্রার্থীরা হয়রানি শিকার হইতেছে। পাহাড়ের বহুস্থানের জেঠা-জেঠি ভুয়া আসামী হইয়াও আদালতের ধারে ধারে ঘুরিতেছে, চিন্তায় আছি…
আলম জেঠা কহিলো, লংগদুর স্বাস্থ্য কমপ্লেক্সে হ¹লই আছে তয় জনবল নাই। ৩০ শয্যার হাসপাতালে রোগী আসিলেও চিকিৎসা না পাইয়া ঘরে ফিরিতে হইতেছে। রোগী আনা নেয়ার কাজে রক্ষিত এম্বুলেন্সও নষ্ট হইয়া পড়িয়া রহিয়াছে। এই সব মিলাইয়া উপুজেলার সোয়া লাখ জেঠা-জেঠির জীবন চলিতেছে উপর ওয়ালার ভরসায়। জেঠা-জেঠিরা যদি বিপদে চিৎিসা না পায় ভয় হইতেছে লাঠিসোঁটা লইয়া বাহির হইবে কিনা, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
সুশান্ত জেটা কহিলো আলীকদম উপুজেলার পূর্ব পালং পাড়ায় সাড়ে চৌত্রিল লক্ষ টাকার ব্রিজ কারো কাজেই আসিতেছে না। এইসব ঘটনা লইয়া এলাকার বহুতের মনে ক্ষোভ। প্রকল্প বাস্তবায়ন কিরতে যাইয়া কারে একক সুবিধার জইন্য এই কাম করিয়াছে হেইসব লইয়া চালাচালিও হইতেছে। সঠিক সিদ্ধান্ত না হওয়ার সরকারিকা মাল ধরিয়ামে ঢাল অবস্থা। কথা হইলো আমাগো প্রকল্প কর্তাদের সাইট না দেখিয়া প্রকল্প বাস্তাবয়ন কিরতে গিয়া এই আকাম হইয়াছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৩ অক্টোবর, ২০২১ খ্রিঃ