[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান রাঙ্গামাটি পুলিশ সুপারের

৬৩

॥ মোঃ আরিফৃুর রহমান ॥

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন বলেছেন, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগান মাথায় রেখে সামাজিক অপরাধ রোধকল্পে সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলার ৬নং বিট সাপছড়ি ইউনিয়নে কোতয়ালী থানা কর্তৃক মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও কার্যকর, পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে, অপরাধের দমন করার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা বা বিট কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগনকে আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।