রাঙ্গামাটিতে টিআইবির এসিজি কমিটি গঠন
সভাপতি সাইফুল, সহ-সভাপতি সুখী ও খোকন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) রাঙ্গামাটি সচেতন কমিটি (সনাক) এর আওতায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গামাটি সচেতন কমিটি (সনাক) জেলা কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাইফুল হাসানকে সভাপতি, সুখী চাকমাকে সহ-সভাপতি, খোকন কুমার দে সহ-সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি নিরুপা দেওয়ান’র সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কো-অডিনেটর বেনজিন চাকমা’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদস্য অমলেন্দু হাওলাদার ও গৈরিকা চাকমা। সভার সাবির্ক তত্ববধানে ছিলেন টিআইবির এলাক ফেসিলেটর নুরুল আলাল।
সভায় বক্তারা বলেন, টিআইবি কারো দুর্নীতি ধরে না, তারা দুর্নীতি বিষয়ে সচেতন করে। আমরা চাই তরুণ সমাজের মধ্যে এই সচেতনতা আরও বৃদ্ধি পাক। তারা যেনো দেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশের জন্য কিছু করে।