[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

৫৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে সকাল ৮টায় জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, জন্মদিনের কেঁককাটা, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোহন, মোঃ রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

বিকালে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মহামুনি হয়ে আবার দলীয় অফিসের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগানে মূখরিত করে চারপাশ। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও কেঁককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ^ দরবারে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আজীবন সংগ্রামী, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বক্তারা আরো বলেন, শেখ হাসিনা বাঁচলে বাঁচবে দেশ, দেশর মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তাই সকলকে সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর পাশে থাকারও আহবান জানান।