[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আলোচনা সভা

৭০

॥ মোঃ আরিফুর রহমান ॥

‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকন্বেশর ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিল্পী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম , রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া, উদ্যোক্তা, হোটেল মালিক সমিতিসহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলে, রাঙ্গামাটির সুবিশাল কাপ্তাই লেককে কাজে লাগিয়ে পর্যটন বিকাশ সম্ভব হলেও সুষ্ঠ পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ না হলে এ অবস্থা থেকে কোনভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। “সিম্বল অফ রাঙ্গামাটি” খ্যাত ঝুলন্ত সেতু ডুবে থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে এর স্থায়ী সমাধানের আহবান করেন বক্তারা।

জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান বলেন, রাঙ্গামাটি পর্যটনবান্ধব অঞ্চল। পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে রাঙ্গামাটি বাসীর অর্থনৈতিক মুক্তি মিলবে। পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারলে রাঙ্গামাটি হবে দেশের অন্যতম পর্যটন খ্যাত। এসময় রাঙ্গামাটির পর্যটন শিল্পকে আরো বিকাশিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।