[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

তবে ভাগ্য ভালো প্রাণে বেঁচে গেছি

৪০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে এক বৃদ্বাকে মাথা ফাটিয়ে ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ছিনতাইকারী। রবিবার রাত ৯টায় কাপ্তাইস্থ শহীদ তিতুমীর একাডেমীর পাশ্বর্বতী ব্রিজের উপর এ ঘটনা ঘটে। পুলিশ ফাঁড়ি সুত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, বৃদ্ব আব্দুল জব্বার (৭০) একজন কাঠ ব্যবসায়ী নতুন বাজার হতে ভাত খেয়ে জাকির হোসেন ‘স’ মিল হয়ে নিজ এলাকায় ফিরছিল। এসময় ব্রিজের ওপর ওঁৎপেতে থাকা এক যুবক ঐ বৃদ্বকে কাঠ দিয়ে মাথায় সজোরে আঘাত করে ফেলে দেয়। পরে বৃদ্বার সাথে থাকা ব্যাগ ও মোবাইল নিয়ে টানাহেঁচড়া করলে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশে লোকজন এর চিৎকার শুনে ছুটে আসলে, ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। পরে লোকজন আহত বৃদ্বাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ ফোর্সসহ অপরাধীর বাসা তল্লাশি করি। এর মধ্যে অপরাধী পালিয়ে গেছে। উল্লেখ্য আহত বৃদ্ব আব্দুল জব্বার বলেন, দীর্ঘ ৫০ বছর স মিলে বসবাস ও ব্যবসা করে আসছি এ রকম আর হয়নি। তবে ভাগ্য ভালো প্রাণে বেঁচে গেছি।