জাকির হোসেন ‘স’ মিল মসজিদে ফ্যান দিলেন হেল্পিং হেন্ডস ফর কাপ্তাই
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই জাকির হোসেন ‘স’ মিল মসজিদে সিলিং ফ্যান দিলেন হেল্পিং হেন্ডস ফর কাপ্তাই। ওই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ হতে সোমবার (২৭সেপ্টেম্বর) সকাল ৯টায় মসজিদে ৫টি সিলিং ফ্যান প্রদান করা হয়।
হেল্পিং হেন্ডস ফর কাপ্তাই সংগঠনের পারুল আক্তার (সাবকে সংরক্ষিত ইউপি সদস্য) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শহীদ তিতুমীর একাডেমীর অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শফিকুল আলম ও ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন। মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ সেকান্দার হোসেন, সম্পাদক ফারুক খান, যুগ্নসম্পাদক আব্দুল মজিদ লালা, আহমদ শরীফ ও চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আসাদের নিকট ফ্যানগুলো প্রদান করা হয়। পরে দোয়া ও মুনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ ছিদ্দিকী।