রোয়াছড়িতে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় প্রথম ধাপে ১৪ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর ও ঘরের চাবি।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রোয়াংছড়ি তুলাতলি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, মুজিববর্ষ উপলক্ষে পাহাড়ের মানুষ কেও গৃহহীন থাকবে না। দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু কন্যা সবার পাশে আছে। বর্তমান সরকার আমলে উন্নয়নে সব দিক এগিয়ে যাচ্ছে। সেই সাথে দেশনেত্রী দেশে গরীব অসহায় মানুষদেরকে থাকার জন্য ঘরও দিয়েছে। আগামীতেও এই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।
এইসময় অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, জেলা পরিষদে নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, কাঞ্চন তংচগ্যা, তিতিম্যা সহ এলাকাবাসী ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।