॥ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষে অসহায় পরিবারকে বসতঘর নির্মানে আর্থিক সহায়তা করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোন এর জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন সুহৃদ শুভানন অসহায় ত্রিপনা চাকমা (৩৫) কে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ত্রিপনা চাকমা উপজেলার বাবুছড়া ইউনিয়নে হেডম্যান পাড়া জারুলছড়ি এলাকার বাসিন্দা। আর্থিক সহায়তা পেয়ে ত্রিপনা চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।