পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫২
কেমুন জানি মন উচাটন উচাটন লাগিতেছে,উন্নয়নও বাদ নাই, লুটেরার দলেরও ছাড় নাই’
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫২ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা সমালোচনা হইলো….
মা’জননীগো, পাহাড় বহু উন্নয়নে জোয়ারে ফাঁকিবাজরা কাইজ কামে ফাঁকা রাখিয়া নাকি বিল লইয়া যাইতেছে। এইসব কাইজ কাম লইয়া কনাঘুষো করিতে করিতে একান হইতে ওকান শেষমেষ সর্বকান হইয়া দুর্নামে গড়াইতেছে। তিন পাহাড়ের পৌরুসভার উন্নয়ন কাইজকাম লইয়া একটু ঘুঁটা দেন, না হইলে খাইবে মোছ ওয়ালা ফটকে আঁটকিবে দাঁড়িওয়ালা। আমাগো সাংবাদিক দাদুরা ম্যাসাজ পাইয়া পাহাড়ের বহুত উন্নয়ন লইয়াতো ক্যামেরার সাঁটার মারিতেছে। হক দাদু কহিলো পাহাড়েরও কিশোর গ্যাংক বেপরোয়া হইতেছে। বান্দরবানের এক পাহাড়ে ফিল্মি কায়দায় কলেজ পড়ুয়া দিদিরে টানা হেঁছড়া করিয়া চম্পট মারিবার আগেই দাদু-দিদিগোর হাতে ধরা, শেষমেষ গ্যাংক দলরে জেলে ভরাইয়া দিয়াছে। মা’গো প্রতরনায় প্রতারনায় দেশে দাদু-দিদিরা আস্তা বিশ্বাস হ¹লই হারাইতে বসিয়াছে। ব্যাংকিং এজেন্ট লইয়াও বিশ্রি কান্ড, পাহাড়ের খেটে খাওয়া দাদু-দিদির টাকা লইয়া পরে নাকি নাই হইতেছে। তয় পানের থেকে চুন খসিয়া পড়িলে যাহাতে হেইসব লইয়া ওলটপালট-লংকা কান্ড না হয় হেই দিকে খেয়াল রাখিবেন। জনসংহতি সমিতির সুরেশ দাদুর বুকেও গুলি। বামপন্থী নেতা টুটুলের লাশের খোঁজ লইয়া কেমুন জানি মন উচাটন উচাটন লাগিতেছে।
মা’গো দেশেতো হ¹ল সেক্টরে লুটতরাজ চলিতেছে। লুটেরার দল মনে হইতেছে আঁট-ঘাঁট বান্ধিয়া লুট চালাইতেছে। সত্য-পথ্য লিখিতে যাইয়া আমাগো সাংবাদিক রোজিনা দিদিরে জেলও খাটাইয়াছে। এখুনতো হেই অধিদপ্তরের বহুতে থর থর করিয়া কাঁপিতেছে। এইসব আবোল তাবোল লুটতরাজের ঘটনায় স্বাস্থ্যমুন্ত্রী দাদুতো দায় কর্তৃপক্ষের কাঁদে তুলিলেও তাইনে কোন কর্তৃপক্ষের হেই কুইশান করিতেছে দেশের বিজ্ঞ দাদু-দিদিরা। এমএলএম, ই-কমার্স মহা প্রতারণার ফাঁদ পাতিয়াছে। মা’গো আমামীলীগের বহু এমপির বাড়াবাড়িতে অসৎ ভুয়ারাও দলে বাসা বান্ধিয়া অপসন্ধি পাকাইয়াছে। শরীয়তপুরের কান্ড শষ্যের ভিতরেই ভুত। অস্ট্রেলিয়ায় স্থায়ী করনের প্রলোভন দেখাইয়া উম্মে ফাতেমাও লুট করিয়াছে লক্ষ লক্ষ টাকা। দরবার শরীফের পীরের মামলা কান্ড লইয়াও মহামান্য হাইকোর্ট বিস্মিত। তাইজ্জব কান্ডরে মা, যা মনে হইতেছে সৎ ধার্মিক খোঁজ করন মুসকিল হইয়া পড়িবে।
মা’গো রহমান দাদু কহিলো মুক্তিযোদ্ধার জমি কাড়িয়া পুলিশ কর্তার বিলাসবহুল বাড়ি। বছরের পর বছর ঘুরিয়া মুক্তিযোদ্ধা সিদ্দিক দাদুতো আপুনার সহায় হইয়াছে। সোহেল দাদু কহিলো, পানি উন্নয়ন বোর্ড’র প্রকৌশুলী আনিসুর কৌশলে তরুনী ধর্ষণ আরেক লজ্জার। জীবন বীমার এমডিও নাকি প্রশ্ন তশ্ন বিক্রি করিতেছে। টেকনাফের স্থলবন্দরের একশ ত্রিশ টাকার দালাল নুরুইল্যাও সাড়ে চাইরশ কুটি টাকার মালিক। পাবনায় স্কুল শিক্ষিকা সীমার দশ কুটি টাকার প্রতারণায় এখুন জেলে। সাবেক এসপির বিরুদ্ধে নড়াইলে ধর্ষণচেষ্টার তদন্তের নির্দেশ আদালতের। ঝালকাঠিতে প্রতিবন্ধী তরুনীরে ধর্ষণ। মনির দাদু কহিলো স্বরাষ্ট্রের তালিকাভুক্ত ইয়াবাকারবারী ভুট্টো বাহিনীর সশস্ত্র মহড়া সাধারণের লোমতো খাড়া হইতেছে। ইয়াবায় ফাঁসাতে গিয়া মদকনিয়ন্ত্রণের কর্তারাই আসামী। নোয়াখালীতে ইয়াবা বিক্রিতে পুলিশের কনস্টবল আটক। স্বরাষ্ট্র দাদু জিরো টলারেন্স কহিলেও ইয়াবার দলতো হিরো সাজিয়াই দেশব্যাপী আকাম চালাইয়া যাইতেছে।
মা’জননীগো লুটেরাদের টানা লটুপাট, প্রত্যেক সেক্টরে সেক্টরে লুটেরারদল দেশের দাদু-দিদিগোরে এক্কেবারে লেন্সুষের মতন চুষিয়াই যাইতেছে। আপুনি মাতার ঘাম পায়ে ফালাইয়া, রাইতে না ঘুমাইয়া জাতির জনকের স্বপ্ন বাস্তুবায়নে একাট্টা। তয় যাঁরা এই দেশরে তলাবিহীন ঝুড়ি করিতে চাহিয়াছে তাঁগোরে শিক্ষা দিয়া দেশের যে উন্নয়ন হ¹লইতো ডুবাইতে কু-বুদ্ধির বহুতে সন্ধি যোগাইতেছে। এই মহামারি করোনা-১৯ এর অত্যাচারে গোটা দেশে দাদু-দিদির কোমড়ে ধরাৎ। আপুনার মুন্ত্রী পরিষদের বহুতের কাইজ কাম কথা বার্তা চলমানের বেতাল হইতেছে তয় ভবিষ্যৎ আরো বেতালের হইবে বলিয়াই এই পোড়াকপাইল্লারও ভয় হইতেছে। আপুনিও মাথা ঠান্ডা করিয়া আগান। এই অধম বেকুব দাদুরও মনে হইতেছে সাম্প্রতিক টাইমে আপুনার কিছু বয়ান আগেরটা পরে পরেরটা আগে যাইতেছে। মা’গো পাবলিকে না হয় কিছু হইতেছে তয় খোদ সরকারি পুতিষ্ঠানে মহা মহা কর্তা সহ তাঁগো কর্মচারীরা লুটতরাজ চালাইতেছে হেইডাতো ভাবনের বিষয়। আপুনার মুন্ত্রী এমপিরা হজাগ থাকিলে উন্নয়নের মৌচাক ভাঙ্গে কিভাবে। কথা হইলো ‘উন্নয়নও বাদ নাই, লুটেরার দলেরও ছাড় নাই’ স্লোগানেই দেশ লইয়া কড়া ভাবেই আগাইতে হইবে।
মা’গো নায়িকা পরীর পাখায়তো বহুতে কাঁপিতেছে। নাটের গুরুদের জালে ভরাইতে আদেশ দেন। ডিরেক্টর, প্রডিউসর, নায়ক নায়িকা হইলেই যে মদ গাজা খাইতে হইবে এমুন কি কথা আছে। চলচিত্র জগতে বহুত লুইচ্চা, বদমাইশ, মদদী, গাজাটি, মাদককারবারী বাসা বান্ধিয়াছে। অল্পতে নায়ক নায়িকা বানাইয়া দিবার কথা কহিয়া নারীর জীবন লইয়া তলে তলে বহুত টানাটানি চলিতেছে। ঐ রঙিন জগতের চরিত্রহীন পরিচালক, প্রজোযোগ, মেকার, পেস্টার বহুতও আকামে জড়িত। চলচিত্র জগতে কষিয়া রোলার চালান।
মা’গো চাঁটগার সিআরবি লইয়া ষড়যন্ত্র বন্ধ করিতে আদেশ করেন। সিসিসি বজ্য ব্যস্থাপনায় আধুনিকতা আনিলেও সর্বদিক নজর না থাকিলে শেষমেষ কথাই চালাচালি হইবে। মাদকের জালে বহুত কিশোর-যুবক বন্দী। দশ কুটি টাকার ক্রিস্টাল মেথ আইস লইয়া টেকনাফে কিশোর মুজিব আটক। বন্দরের ভুয়া সচিবের পরিচয়ে চাকরি দেয়ার নামে লক্ষলক্ষ টাকা হাতাইয়াছে সেকান্দার। হ¹ল অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন পিছ টান নয়। লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারমন অস্ত্র লইয়া কি তামাশা দেখাইতেছে। নাগিন পাহাড় বাঁচাইতে হেইখানের মানব সমাজের বিষধর নাগদের বিষদাঁত ভাঙ্গিয়া দেন। কক্সবাজরের চকরিয়ায় কৃষকলীগ নেতা কামালরে ঘুম হইতে ডাকিয়া হত্যার পিছনের নায়কদের হাতকড়া লাগান।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্ব শক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো এই শোকের মাসে জাতির পিতারে প্রাণভরে শ্রদ্ধা ও ভালোবাস। জাতি বঙ্গমাতারে শ্রদ্ধার সাথে স্মরন করিয়াছে জন্মদিন পালন করিয়াছে। জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২১ খ্রীঃ