বান্দরবানে জলবায়ু সচেতনতায় ধর্মঘট-পদযাত্রা
সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার আহব্বান
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে ‘গ্লোবাল ক্লাইমেট স্টাইক ডে’ এর উপলক্ষে জলবায়ু সচেতনতায় ধর্মঘট-পদযাত্রা পালিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান প্রেসক্লাব এর সামনে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে ‘ফ্রাইডের ফর ফিউচার বাংলাদেশ এবং বান্দরবান ইয়ুথনেট ফর ক্লেইমেট জাস্টিন’ এর যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী এই ধর্মঘট পালন করা হয়।
বান্দরবান ইয়ুথনেট ফর ক্লেইমেট জাস্টিন সভাপতি সৈয়ক জিসান সভাপতিত্বে সদস্য কামরুল হাসান, ফাহিম, আসিফ ইকবাল, জসিম উদ্দিন, পারভেজ আদনানসহ অনেকে বক্তব্যে রাখেন।
বক্তারা এসময় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নে দাবী জানান। বক্তব্যে আরো জানান,পাথর ও বালু উত্তোলনসহ গাছ কেটে প্রাকৃতিক পরিবেমকে ধ্বংস করে দিচ্ছে। সেই কারণে বর্তমানে প্রাকৃতিক জলবায়ু ভারসাম্য হারিয়ে ফেলেছে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। তাই প্রকৃতিকে ধ্বংস না করে বেশী বেশী গাছ লাগিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার আহব্বান জানান ।
ধর্মঘট শেষে কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করে প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত জলবায়ু সচেতনতায় একটি পথযাত্রা করে তরুণরা।