[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই এলপিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক), কাপ্তাই এলপিসি শাখার শ্রমিক/কর্মচারী ইউনিয়ন (রেজিনং-৫৯৭) দ্বি-নির্বাচন ৩০সেপ্টেম্বর। ৭টি পদে ১৫জন প্রার্থী লড়াই করছে। মোট ভোটার রয়েছে ৬৪জন। করোনা ভাইরাসের ফলে এ নির্বাচন কয়েক দফায় পিছিয়ে পুনরায় আগামি ৩০ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে শিল্প এলাকা, কারখানাসহ বিভিন্ন প্রার্থীর পোষ্ঠার শোভা পাচ্ছে। এবং তারা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করতে দেখা যায়। প্রার্থীরা নির্বাচিত হলে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাবা পূরণের আশ্বাস দিতে দেখাযায়। নির্বাচনে প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দু’জন লড়াই করছে মোঃ ইউসুফ (ছাতা) ও মোঃ আইয়ুব আলী (চেয়ার), সহ-সভাপতি-২জন আফসার আলম(বাই সাইকেল), নাছিমা বেগম(দেয়াল ঘড়ি), সাধারন সম্পাদক পদে ৩জন মোঃ মফিজ উদ্দিন (বর্তমানে সম্পাদক) খেজুর গাছ, মোঃ হানিফ (আনারস),আহম্মদ আলী (সিলিং ফ্যান), যুগ্নসম্পাদক ২জন শাহা আলম বাহার(ক্রিকেট-ব্যাট),মোঃ ফাহাদ হিমেল(বই),সাংগঠনিক-২জন পূর্ণেন্দু মলিক (আম), মোঃ আবু সাঈদ জুয়েল(চশমা), কোষাধ্যক্ষ -২জন পলাশ বড়ুয়া (আলমারি), মোঃ শাকিল (তালা) এবং সদস্যপদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে আব্দুল মান্নান (হারিকেন)ও সুকুমার দাশ (হাতপাখা)। নির্বাচন কমিশন বিলাস কুমার বিশ্বাস বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব।