॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বাজার এলাকার আবাসিক হোটেল হিলটাউনে অভিযান চালিয়ে হাটেল ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন (৪২) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকার মোঃ চারু মিয়ার ছেলে বলে থানা সুত্র জানিয়েছে।
থানা সুত্র জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে থানার এএসআই খোরশেদ আলম’র নেতৃত্বে পুলিশের একটি দল হোটেল থেকে তাকে আটক করে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহানূর আলম জানান, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।