রাজস্থলীতে দিনব্যাপী ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিন ব্যাপী ‘ন্যাশনাল র্পোটাল’ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা পরিষদ হল কক্ষে এ কর্মশালা অনুাষ্ঠত হয়।
কর্মশালায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রকল্প পরিচালক এ-টু আই।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেকের সঞ্চালনায় দিন ব্যাপী ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার এ-টু আই প্রকল্পের শ্যাম ঘোষ । এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিপুল বনিক সহকারী প্রোগ্রামার সদর রাঙ্গামাটি। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।