[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধনরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫০০ পরিবারের মাঝে বিজিবি ’র খাদ্যশস্য বিতরণলংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা, মাত্র ২ জন চিকিৎসকবাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচির সাংগু নদীতে ঝুলন্ত সেতুর উদ্বোধন হচ্ছে

বান্দরবানের সিমান্তবর্তী রেমাক্রী ইউনিয়নের মানুষের কষ্ট লাঘব হয়েছে

৯৪

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে নেটওর্য়াক বিহীন দুর্গম এলাকায় মিয়ানমার সীমান্তে রেমাক্রী ইউনিয়নের বড় মদক এলাকায় পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে নির্মাণ করেছে সাংগু নদীতে ঝুলন্ত সেতু। সাংগু নদীর ওপার- এপার দুইপারের গ্রামা অঞ্চলে মানুষের মেলবন্ধন ও পর্যটনকে একধাপ এগিয়েছে নতুন এই ঝুলন্ত সেতু ।

জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর প্রচেষ্টা ও পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২১ অর্থ বছরে এই সেতুর নির্মান কাজ বাস্তবায়ন করা হয়েছে।

এদিকে এলাকার স্থানীয়রা জানান, পর্যটক ও বড় মদক বাজারের লোকজনের যাতায়াতে জন্য সাংগু নদীর এপার ওপারের ঝুলন্ত সেতু নির্মাণ করায় ওপার-এপার দুই পারের মানুষের মধ্যে মেলবন্ধন সহ পর্যটন শিল্পের বিকাশের আরো এক ধাপে এগিয়েছে। এটি দৃষ্টিনন্দন সবচেয়ে বড় ঝুলন্ত সেতু তৈরী হয়েছে। এই ঝুলন্ত সেতু নির্মাণের ফলে দুর্গম বড় মদক অঞ্চলে একটি মাত্র সরকারী প্রাইমারী স্কুলের ওপারের শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে।

তারা আরো বলেন, থানচি উপজেলা পর্যটক শিল্পের বিকাশ একধাপ এগিয়ে যাবে। সাংগু নদীতে পূর্বপারে বড় মদক বাজার পশ্চিম পারে মানুষের বসবাসরত ১২টি পাড়া রয়েছে। নদীর পারাপারে নৌকার বিকল্প নেই। এবার ওপার এপার পারাপারের জন্য সরকার একটি ঝুলন্ত সেতু নির্মাণ করার পার্বত্য মন্ত্রীকে ধন্যবাদ জানান এলাকাবাসীরা।

বড় মদক বাজারের বাসিন্দা উবামং মারমা বলেন, ওপারে প্রুসাঅং কারবারী পাড়া, উসামং পাড়া, ঙাসালাং পাড়া, উসাথোয়াই পাড়া, জুগিরাং পাড়া, চাইশৈউ পাড়া, বাসিংঅং পাড়া, পাতোয়া ম্রো পাড়া, অংগি খুমী পাড়া, ঙারেসা পাড়া, য়ংনং ম্রো পাড়াসহ প্রায় ৩০ টি পাড়ার লোকজন বর্ষাকালে সাংগু নদীতে পানি বেশী থাকলে এপারে আসতে অনেক কষ্ট হয়েছিল। সুতরাং এই ঝুলন্ত সেতু হবে দুই পারের ৫ হাজারো বেশি মানুষের সেতুবন্ধন।

সেতুটিতে নির্মাণের শ্রমিক ম্রাক্য মারমা জানান, এই ঝুলন্ত সেতু শুভ উদ্ভোধনের জন্য নির্ধারিত সময় ও তারিখের আগেই নির্মাণ কাজ বাস্তবায়ন করবো। তবে আগামী ৩০ সেপ্তেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি এলাকার দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুটি উদ্ধোধন করে জনসাধারণ ও পর্যটকের জন্য উন্মুক্ত করা কথা রয়েছে বলে জানান তিনি।

এদিকে রেমাক্রী (ইউপি) চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, থানচি উপজেলা নেটওর্য়াক বিহীন দুর্গম সীমান্তে বিনোদন, পর্যটন ও ওপার- এপার পারাপারে জন্য এই ঝুলন্ত সেতুটি অনেক উপকারে আসবে। সাংগু নদীর দুইপারের মানুষের মেলাবন্ধনের বর্ষা মৌসুমসহ যে কোন সময়ে পারাপারে সুযোগ পাবে সীমান্তে বসবাসরত মানুষ।

পার্বত্য বান্দরবান জেলা পরিষদের প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকোশলী থোয়াইচ মং মারমা জানান, রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা ও আমাদের প্রকৌশল বিভাগ সকলের অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে বড় মদকবাসীদের দাবীর একটি ঝুলন্ত সেতু নির্মাণ করতে পেরেছি। এটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাে’র নির্দেশক্রমে ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, বান্দরবানে থানচি উপজেলা হচ্ছে পর্যটন কেন্দ্র। এখানে বড় পাথর, ঙাফাঃখুমসহ ছোট বড় অসংখ্য দৃষ্টিনন্দন পর্যটন স্পট রয়েছে। এই ঝুলন্ত সেতু নির্মাণের পর্যটকের মেলাবন্ধনের আগের চেয়ে অবশ্যই পর্যটকের সংখ্যা বাড়বে।

তিনি আরো বলেন, আগামী ২৯ ও ৩০ দুই দিনের থানচিতে সফর আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয়। তিনি বড় মদকের এই ঝুলন্ত সেতুর শুভ উদ্ভোধন করা হবে বলে জানান তিনি।