কাপ্তাইয়ের রাইখালীতে ফ্রিজে রাখা মেয়াদউত্তীর্ণ খাদ্য ধবংস
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের রাইখালী ফেরিঘাট এলাকায় দোকানে মেয়াদউত্তীর্ণ ফ্রিজেরাখা পঁচা,বাসি খাদ্য ধ্বংস করল নিরাপদ খাদ্য ইন্সপেক্টর। ভোক্তা অধিকার আইনে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত কাপ্তাই উপজেলায় রাইখালী ফেরিঘাটে ৮/১০টি মুদি দোকান ও হোটেল পরিদর্শন করা হয়েছে।
পরির্দশনকালিন হোটেল ও দোকানে ফ্রিজে রাখা মেয়াদউত্তীর্ণ কোমল পানিও পঁচাবাসী খাবার জব্দ করে পরে ধবংস করা হয়েছে।
উপজেলা খাদ্য ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ জানান, হোটেল ও দোকান মালিকদের সর্তকসহ নোটিশ প্রদান করা হয়েছে। ২০১৩ নিরাপদ খাদ্য আইনে এসকল মেয়াদউত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দোকান মালিকদের আইনি নোটিশ প্রদান করা হয়েছে। এসময় সহায়তা করেন স্বাস্থ্য সহকারী মহসিন। তিনি বলেন জননিরাপত্তায় এসব অভিযান অব্রাহত থাকবে।