রাজস্থলীতে ২০ লিটার চোলাই মদ সহ দুই তরুণ আটক
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় দেশীয় তৈরি ২০ লিটার চেলাই মদ সহ দুই তরুণকে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ। আটককৃত হলেন, মোঃ দিদার (২১) ও মোঃ ইব্রাহিম (১৮)।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঙালহালিয়ার ধলিয়া মুসলিম পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার সকালে উপজেলার বাঙালহালিয়ার ধলিয়া মুসলিম পাড়া এলাকায় মদ পাচারের খরব পেয়ে অভিযান চালায় পুলিশ। ঐ সময় হাতে নাতে দুই তরুণকে আটক করা হয়।
এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।