দীঘিনালায় অসহায় বাপ্পারাজের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের যৌথ খামার জামতলী এলাকার বাসিন্দা বাপ্পারাজ চাকমা (১৮)। সে বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। বাবার মৃত্যুর পরপরই তার মা তাদের ছেড়ে চলে যান। বর্তমানে সে তিন বোনকে নিয়ে পরিবার চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
পড়ালেখার পাশাপাশি তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী। করোনা কারনে কোনো দিকে কোনো কাজ কর্ম না থাকা সত্ত্বেও তাকে এইচ,এস,সি পরীক্ষার ফরম পূরনের জন্য টাকা যোগান দিতে হয় ধার দেনা করে। এ অসহায় বাপ্পারাজ চাকমাকে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন এ আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা পেয়ে বাপ্পারাজ চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তাকে সহযোগিতা প্রদানের মাধ্যমে পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন সে।