রোয়াংছড়িতে এলভিএমএফ কমিটি নিয়ে ২দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ
॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে ইউএস-এইড, ইউএনডিপি অর্থায়নের চিটাগং হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি সংস্থা তহজিংডং (এনজিও) উদ্যোগের স্থানীয় সেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরাম (এলভিএমএফ) নামে কমিটির সকল সদস্যদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের বন, জীব চিত্র্য প্রাকৃতিক বন সংরক্ষণের প্রতিবেশ ব্যবস্থা এবং সামাজের নানা কারণে দ্বন্দ্ব ও নিরসন ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক বিষয়ক প্রশিক্ষণ ২দিনব্যাপি ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়া ঘিলাফুল লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রশিক্ষণে কমিটির সভাপতি ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। সহায়ক হিসেবে ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়ক সিংনুমং চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলভিএমএফ কমিটির সাধারণ সম্পাদক ক্যসাইনু মারমা (লুছোঅং), ৩৪৯নং ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, ৩৪১নং পাইক্ষ্যং মৌজা হেডম্যান বয়থাং বম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, চিংম্রাউ মারমা, গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, কর্মী এক্যচিং মারমা সুমিসহ প্রমুখ।