মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির আহবায়ক কমিটি গঠন
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ে উপজেলার সকল কাঠ ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাঠ ব্যবসায়ী অনুপ মহাজন এর সঞ্চালনায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুতে সমিতির সভাপতি মরহুম ওসমান গণিসহ সমিতির অর্ন্তভূক্ত কাঠ ব্যবসায়ী অতীতে যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সমিতির যাবতীয় কার্যক্রমের উপড় আলোচনা হয় এবং সভাপতি ইসমাইল হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণার পর প্রথম অধিবেশন শেষ হয়।
এরপর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। এসময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ হোসেন বাবু, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আনু মিয়াসহ মহালছড়ি উপজেলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী গণ। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য বিপ্লব দাশ।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রতন কুমার শীল বলেন, আগামী ৩ মাসের মধ্যে মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে পরোক্ষ বা প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালনায় দক্ষ ও শক্তিশালী কমিটি উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।