বান্দরবানে ক্রীড়া উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে বিভিন্ন ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত বিশেষ মাধ্যমে জেলা পরিষদ আয়োজনে জেলা ক্রীড়াগণ খেলোয়াদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা পরিষদ হল রুমে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা উচিমং মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন উপ- মহাসচিব আশিকুর রহমান মিকু।
সভায় বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া দিক দিয়ে স্বর্ণ পদক জয় করে মুখ উজ্জ্বল করে ফুটিয়ে তুলেছে। পাশাপশি আগামিতেও ক্রীড়া মাধ্যমে সবদিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, ক্রীড়া পৃষ্টপোষকটায় বান্দরবানে অবকাঠামো রয়েছে। সে অবিকাঠামোকে সামনে রেখে আগামীতেও পার্বত্য জেলা বান্দরবান থেকে ক্রীড়া মাধ্যমে উঠে আসবে। এমনকি গঠনতন্ত্র মাধ্যমে ক্রীড়াকে তুলে নিয়ে ভবিষ্যৎতেও পরিবর্তন আনতে হবে। হ্যান্ডবল, ক্যারাটি,বলিবল ও সাতার সহ যাবতীয় সকলখেলা জন্য বিভিন্ন কার্যক্রম দিক দিয়ে উন্নতি সাধিত করা জন্য জেলা শহরে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহন করা হবে । এমনকি অনান্য দেশে মত আমাদেরকেও দরজা ভেঙে লক্ষ্যে দিকে পৌছায়তে হবে। যা আগামীতেও আমরা আমাদের লক্ষ্যে পুরণে এগিয়ে যাওয়া ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন উপ- মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, বক্সিং সহ- সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, ভলিবল সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সুইমিং সাধারণ সম্পাদক এম বি সাইফ, কেরাতে ফাউন্ডেশন সহ- সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফয়সাল, বিশিষ্ট ফুটবল ও সংগঠক মোঃ নাছির উদ্দীন, ভলিবল খেলোয়ার ও সংগঠক নিনিপ্রু মারমা, বান্দরবান জেলা বক্সিং ম্যানেজার মাহফুজ রশ্মিদ,জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার, জেলা পরিষদ সদস্য তিতিম্যা মারমা, পৌর কাউন্সিলর অজিত বড়ুয়াসহ সরকারি কর্মকর্তাগন ও ক্রীড়াগণ গণমাধ্যমকর্মী ব্যক্তিবর্গ প্রমুখ।