নারী স্বেচ্ছাসেবকেরা পারিবারিক জীবনেও সফলতা বয়ে আনবে : অংসুই প্রু চৌধুরী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, নারী স্বেচ্ছাসেবকেরা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে ভবিষ্যতে কর্মজীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও সফলতা বয়ে আনবে। পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” নামে একটি প্রকল্পে অর্থায়ন করেছে কানাডিয়ান সরকার।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্টের অধীনে নারী স্বেচ্ছাসেবকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, নারীরা এ এলাকার ভবিষ্যত। প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে একজন নারী সঠিকভাবে তৈরি হলে সমাজের পাশাপাশি প্রতিষ্ঠানও লাভবান হবে। মনোযোগী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ^র চাকমার সঞ্চালনায় এসআইডি-সিএইচটির জেন্ডার এন্ড কমুনিটি কোহেসনের চীফ ঝুমা দেওয়ান এবং যৌথ প্রকল্পের ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে ৩৪ জন নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।