[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

চিরকুট লিখে বান্দরবানে একব্যক্তির আত্মহত্যা

৭২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদর উপজেলায় সুইসাইড নোট লিখে জুরেন ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা আরো জানা যায়, মৃত্যুর আগে তার ডাইরি চিরকুটে এই কথা উল্লেখ করে লিখে দিয়ে যায় “আমি জুয়েন, তোমরা যা ভেবেছ তা নয়, আমি সত্য বলে দিয়ে য়া” এই চিরকুট ডায়রিটি তার শোয়ার ঘর থেকে উদ্বার করে আইনশৃঙখলা বাহিনী। এই কথাটি চিরকুটে লিখে পরে গাছের সাথে গলায় গামছা ঝুলে তিনি আত্মহত্যা করেন।

মৃত জুরেন ত্রিপুরা (৪০) সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার অবিচন্দ্র ত্রিপুরার ছেলে বলে জানা গেছে ।

জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা (২৩) জানান, গেল কয়েকদিন আগে তার আত্বিয়স্বজন পাহাড় ধবসে নিহত ঘটলে দুইজন ছেলে ও মেয়েকে উদ্বার শেষে জুরেন ত্রিপুরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরদিন সেই মানসিক ভাবে ভেঙে পড়ায় খাওয়া দাওয়া ঠিক মত করেনি। তার কাছে জানতে চাইলে সেই নিজের মত চুপচাপ থাকে। কিন্তু আজ হঠাৎ ভোরের উঠে দেখি সে বিছানায় নাই। পরে সকালে খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয়স্বজনকে ডাকা-ডাকি করে পার্শ্ববর্তী ঝিড়িতে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। ধরনা করা হচ্ছে সন্তান হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। পরে এ ঘটনা ঘটিয়ে বসেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার দায়িত্বরত তদন্ত পুলিশ কর্মকর্তা এসআই গোবিন্দ কুমার বলেন, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তার চিরকুটটি উদ্বার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।