[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারায় জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান

৪১

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

খাাগড়াছড়ির গুইমারা উপজেলার হাজা পাড়ায় জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এসময় তিনি বলেন, ধনী গরিবের ভেদাভেদ ভুলে, অসাম্প্রদায়িক চেতনা লালন করে প্রতিটি পাড়া মহল্লার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই পার্বত্য এলাকার সকলস্থানে উন্নয়ন দৃশ্যমান হবে।

এসময় তিনি নির্মাণাধীন হাজা পাড়া জামে মসজিদের কাজের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, বাবুল মেম্বার(সাবেক), উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, গুইমারা মসজিদের ইমাম মাও. ক্বারী ওসমান গনি, জালিয়াপাড়া মসজিদের ইমাম মাও.ক্বারী নোমান, রেনুডেবা মসজিদের ইমাম মাও. মোহাম্মদ মোস্তফা,হাজাপাড়া মসজিদের ইমাম মাও.আবু তাহের, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক, সাধারন সম্পাদক দিদারুল আলম সহ এলাকাবাসী ও কমিটির নেতৃবৃন্দ।

পরে নির্মাণাধীন মসজিদের কাজে অর্থ সহায়তা দেওয়ায় জেলা পরিষদের সদস্য মেমং মারমার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সফলতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।