শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে :বান্দরবান জেলা প্রশাসক
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। কারণ,খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ২য় পর্যায়ে শিক্ষা কেন্দ্রে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষায় আগামী দিসের নতুন প্রজন্মকে তুলে আনতে হবে। নতুন প্রজন্মই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের আরো প্রশিক্ষণ গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মংক্যচিং চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের মাস্টার ট্রেইনার কমলেন্দু শীল, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ক্যসিংমং মারমা সহ জেলা ও উপজেলার শিক্ষকরা।
অনুষ্ঠানে প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ২য় পর্যায়ে বান্দরবানের ৭টি উপজেলার ৫০টি শিক্ষাকেন্দ্রে সদর উপজেলা ২২টি, রোয়াংছড়ি উপজেলা ৭টি, রুমা উপজেলা ৪টি, থানচি উপজেলা ৪টি, আলীকদম উপজেলা ৪টি, লামা উপজেলা ৪টি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ৭টি সহ ৫০জন শিক্ষক শিক্ষীকা ও ১০০০ জন শিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ ও খেলনা সামগ্রী প্রদান করা হয়। সেই সাথে অনুষ্ঠান শেষে প্রতি কেন্দ্রে ১সেট করে মোট ৬ ধরনের শিক্ষা উপকরণ (খেলনা সামগ্রী) হিসেবে ব্লক সেট ৫০টি, ইংরেজী বর্ণমালা সেট ৫০টি, ডক্টর সেট ৫০টি, পশুপাখি সেট ৫০টি, বিমান সেট ৫০টি, কাদা মাটি সেট ৫০টি প্রদান করা হয়।