বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবান সদর উপজেলায় মাহিন্দ্রা থেকে পড়ে একনারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ ঘটিকায় ৪নং সুয়ালক ইউনিয়নাধীন ১ নং ওয়ার্ডের লম্বা রাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, লোহাগাড়া হতে মাহিন্দ্রা গাড়ি করে বান্দরবানে নিজ বাড়ির উদ্দ্যশে আসছিল। পরে মাহিন্দ্রা গাড়ি হতে পরে গেলে গাড়িটি এসে মুখের উপর চাপা দিয়ে যায়। ফলে সেই দুর্ঘটনা স্থানে তৈয়বা সুলতানা নিহত হয়। নিহত ব্যক্তি, তৈয়বা সুলতানা (২৭), সে আমিরাবাদ ৯ নং ওয়ার্ড তরকুল গ্রামে জামাল উদ্দীন এর মেয়ে।
এ বিষয়ে বান্দরবান সদর থানা তদন্ত এস আই গোবিন্দ জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত মাধ্যমে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।