থানচিতে নারীদের আর্থ সামাজিক উন্নয়নের প্রশিক্ষণ
॥ চিংথোয়াই অং মারমা, থানচি ॥
বান্দরবানে থানচিতে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এমব্রডায়রী মেশিন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ শুরু হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা উদ্ধাধন করেন। প্রশিক্ষণে বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিজস্ব এমব্রডায়রী প্রশিক্ষক মিস হালিমা খাতুন, চিংম্রাথুই মারমা প্রশিক্ষণ দেন।
এসময় বান্দরবান জেলা পরিষদ সদস্য বাশৈচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী নারীদের স্বাবলম্বী করে গড়ে উঠবে। এতে উপজেলা চারটি ইউনিয়নের ৩৩ জন নারী এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহন করেন।