[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে মাঠ পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক

৪৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ উদ্যোগে মাঠ পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক সেবা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজনে সদরে আপ্রুমং পাড়ায় এই চিকিৎসার সেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে। স্যাটেলাইট ক্লিনিক সেবায় পাড়ার শিশু, কিশোরী, কিশোরসহ নারী-পুরুষ সাধারণ রোগীদের চেক আপ করে চিকিৎসার সেবাদানসহ ঔষুধ প্রদান করা হয়।

এদিকে চিকিৎসার সেবায় খুশি হয়ে আপ্রুমং পাড়াবাসী বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এই চিকিৎসার সেবা মাধ্যমে এলাকার গ্রামাঞ্চলে মানুষরা চিকিৎসার সেবা নিশ্চিত পাচ্ছেন। এই চিকিৎসার মানবতা দিয়ে পাড়ার পর্যায়ে চেক আপসহ ঔষুধ প্রদানে জন্য উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন জানান পাড়াবাসীর।

এসময় উপস্থিত আছেন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শর্বরী বড়ুয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক বার্নাড ত্রিপুরা, পরিবার কল্যাণ সহকারী সীমা ত্রিপুরা, পেইড পিয়ার ভলান্টিয়ার গ্রেসি ত্রিপুরা প্রমূখ। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে পাড়াকর্মী, পাড়াকেন্দ্রে পরোয়ার শিশুর, কিশোর-কিশোরী, কারবারীসহ পাড়াবাসীর উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শিকা শর্বরী বড়ুয়া বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই চিকিৎসার সেবা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, উপজেলায় মাঠপর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক সেবা কার্ক্রমে মাধ্যমে প্রজনন স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা, মায়ের স্বাস্থ্য সেবা, শিশু স্বাস্থ্য সেবা, সাধারণ রোগের চিকিৎসার পাড়ার লোকেরা পাচ্ছেন এবং এই সেবা প্রদানে অব্যাহত থাকবে।