ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের ৪দফা দাবি বাস্তবায়নে কাপ্তাইয়ে মানববন্ধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ৪ দফা বাস্তবায়নে স্মারকলিপি ও কাপ্তাইয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রধান ফটকের সামনে ছাত্র-শিক্ষকদের নিয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্তার্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে পরির্বতন অযৌত্তিক। এ আত্মঘাতী সিদ্ধান্ত বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ও আহবায়ক ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আব্দুল আলী (কাপ্তাই সাংগঠনিক জেলা)। প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ সদস্য সচিব প্রকৌশলী আবুল হোসেন মিয়া, বাদল চন্দ্র সন্নাসী, সাধন চাকমা ও আইডিইবি দপ্তর সম্পাদক অমরজ্যাতি চাকমা। মানববন্ধন শেষে ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ে বরাবর কাপ্তাই নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি দেয়া হয়।কলেজ ছাত্রীকে