কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদান
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বাংলাদেশ সরকার ও জাইকা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজির জন্য এ সরঞ্জাম প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী,কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রদানকৃত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে, ১টি সেমি অটো এনালাইজার, ১টি সিবিসি (থ্রিপার্ট) মেশিন, ১টি অটোক্লেভ, ১টি আইপিএস, ১টি এয়ার কন্ডিশনার, ৫টি স্টেরিলাইজার ও ২টি অগ্নি নির্বাপক যন্ত্র।
পরে অতিথিরা উপজেলা প্যাথলজি ঘুরে দেখেন।