কর্মজীবনে জনসাধারণের পাশে থেকে সেবাদান করুন : রাঙ্গামাটি জেলা প্রশাসক
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পার্বত্য এলাকায় কর্মজীবনে জনসাধারণের পাশে থেকে সাধ্যমত সেবাদান করুন। পাহাড়ের সকল জনসাধারণ দেশের অন্যতম নাগরিক। সেবামূলক কাজে তাদের সাথে ভালো আচরণ করতে করুন । এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীকে সকল সেবাদান নিশ্চিত করার আহ্বান করেন তিনি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরকল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন, বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলা সদরে হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন । বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্শ্বে একটি জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচী শুভ উদ্ধোধন করেন। পরে তিনি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভাশেষে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গবাদিপশু পালনের উপর ৮জন সমিতির সদস্যকে নগদ ২লক্ষ টাকা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।