॥ অংবাচিং মারমা, রুমা॥
বান্দরবানে রুমা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকার কর্তৃক প্রদত্ত ইজারার স্থানগুলো কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের দখলে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা নানা অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তাও পাচ্ছে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বছরের পর বছর ইজারার ডাক নিয়ে সিন্ডিকেট দলে কাছে জিম্ম হয়ে পড়েছে সরকারি আয় এবং জনগনের উন্নয়ন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ আগষ্ট উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়ন এবং রেমাক্রী ইউনিয়নের সরকারি ইজারার স্থান গুলো ইজারায় দেয়ার ডাক দেয়া হয়। কিন্তু ইজারা সিন্ডিকেটের দলের সদস্যদের হাতে জিম্মী সাধারণ ব্যবসায়ী। উপজেলার বিভিন্ন স্থানের ইজারাগুলো ঐসব সিন্ডিকেট দলে কাছে বন্দী হয়ে পড়েছে অন্যান্য আগ্রহীরা এছাড়াও সিন্ডিকেট দলের কারনে সরকারি প্রকৃত প্রাপ্ত রাজস্বও হারাচ্ছে। অথচ স্থানীয় কৃষক ছোট ব্যবসায়ী মহল বাড়তি টেক্স দিয়েই তাদের পন্য আনা নেয়া করতে হচ্ছে।
জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরের ৪নং গ্যালেংগ্যা ইউনিয়নের ইজারা ছিল ১লক্ষ ১১ হাজার টাকা। কিন্তু ২০২১-২২ অর্থ বৎসরের সিন্ডিকেট করে টেন্ডার ভাগিয়ে নিয়ে তা ৫০ হাজার ৫ শত টাকা মাত্র। অথচ এখানে সরকার বহু টাকা টেক্স থেকে বঞ্চিত। এছাড়া ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের মুল ইজারা ছিল ১ লক্ষ ২১ হাজার টাকা মাত্র। চলমান ২০২১-২২ অর্থ বছরে এই সিন্ডিকেট গ্রুপ নিলামে ডেকে নিয়েছে ১ লক্ষ ১ হাজার টাকা মাত্র। অন্য দিকে রুমা সদর ইউনিয়ন বিগত ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ইজারা দেয়া হয়েছিল ১৮ লক্ষ ১০ হাজার টাকা। কিন্তু ২০২১-২২ অর্থ বছরে ইজারা সিন্ডিকেট দলের কারনে তা হয়েছে ১০ লক্ষ ২৩ হাজার টাকা। গত বছরের তুলনায় এখানেও সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে প্রায় ৮ লক্ষ টাকার মতো।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট দল রুমা উপজেলার ৪টি ইউনিয়নের ইজারা ডাক গুলো নিয়ে ছিনিমিনি খেলে আসছে। তাদের কাছে যেন জিম্মি সংশ্লিষ্ট ইজারাদাতা প্রতিষ্টানগুলোও। স্থানীয় কৃষক ছোট ব্যবসায়ী মহল জানিয়েছেন, ইজারা ব্যবসায়ীর সিন্ডিকেট দল উপজেলার বিভিন্ন স্থানের কম মূল্যের ডাক নিয়ে পণ্য আনা নেয়ায় তাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করছে। এতে কৃষকরা নিজ জমিতে উৎপাদন করলেও লাভের অংশ ইজারাদারদের পকেটেই যাচ্ছে। দীর্ঘ দিন ধরে এভাবে চললেও প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় কৃষকরা কোন সহযোগীতা পাচ্ছেনা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এসব ইজারাদার সিন্ডিকেট দলের বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।