পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৫১
পাহাড়ে কাজের বহুত হিসাবে নয় ছয় চলিতেছে, চিত্র জগতের লুইচ্চা, বদমাইশ, মদদী, গাজাটির
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৫১ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে আবার সন্ত্রাসীরাও বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। গেল ত্রিশ আগষ্ট কৃষকের বুকেও গলি। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া পাহাড়েতো জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে দুইহাত তুলিয়া খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা সমালোচনা হইলো….
মা’জননীগো পাহাড়ের বহুত উন্নয়ন লইয়াতো আমাগো সাংবাদিক দাদুরা ক্যামেরারা সাটার মারিতেছে। তিন পাহাড়ের বহুত ব্রিজ, কালভার্ট, সেতু লইয়া বহুতের মাথায় হাত, বহুতের হাসির খোরাক। মাদার ডিস্ট্রিক্টের উপুজেলা লংগুদুর পাহাড়ের অভাগা আলমগীর দাদু কহিলো এক ব্রিজে নয় বছর হাঁটিতেছে মই দিয়া আরেক ব্রিজের ছয় বছরই পিলারেই দাঁড় করাইয়া রাখিয়াছে এখুন দাদু-দিদিগোর পরাপার হইলো সাঁতরাইয়া। হেইখানের চান্দি গরম দাদুরা কুইশান করিয়াছে জননেতারা নেতারা কি দেখিয়া অন্ধ, নাকি থাকেই অন্ধ, তাইজ্জব ব্যাপার সেপার। মাদক লইয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কারেন্ট জাল বসাইতে ওয়ার্ডার দেন। পাহাড়ের অলিগলিতে উন্নয়নের কাজের বহুত হিসাবে নয় ছয় চলিতেছে।
মা’গো দেশেতে যে যার মতন করিয়াই দাদু-দিদিগোর অর্থ লুটিয়া চাটিয়া খাইতেছে। আবু দাদু কহিলো ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স অসহায়গোর লাইফ নানান কিছিমের কায়দায় বরবাদ করিয়াছে। পুলিশ কর্তা সোহেল দাদুতো রক্তচোষা আরেক জোঁক, ই-অরেঞ্জ, ই-কমার্স চালাইয়া গ্রাহকের রক্ত টানা চুষিয়া এখুন ফেকাসে বানাইয়াছে। ধামাকা শপিংও প্রায় ছয়শ কুটি লইয়া ধুমধাম পলাইয়াছে। ধর্মরে পুঁজি করিয়া রাগিব দাদু গ্রাহকের ৫ হাজার কুটি লুট করিয়াছে। লুটেরা ধনিরা দেশের দাদু দিদিগোর টাকা লুট করে আর বরিশালে গরিবের ঘরে যায় আয় করের নুটিশ। কর আফিসের কর্তারা কারে বাঁচাইতে গরিবরে খোঁচাইতেছে তালাশ লওনের দরকার। চোরের দল উপরেরটাও খায় তলারটাও কুড়ায়। দেশের দাদু দিদিরা আর কতো ঠকিলে অপরাধীগোর চরম শাস্তি হইবে।
মা’রে রাজধানীর বসুন্ধরা হইতে আটক নয় নেতার সহিত আরো কয় যোগ আছে তলাইয়া দেখিতে আদেশ করিবেন। কিশোর গ্যাংকতো ব্যাপরোয়া হইয়া সানোয়ার কিশোরের রগ কাটিয়া খুন করিয়াছে। স্বরাষ্ট্র দাদু না কহিলেও র্যাবের হাতে মাস্টার আটক হইলো কিভাবে। সব হারাইয়া বিচারপ্রাথী জিল হোসাইনের কি হইবো। কিশোর গঞ্জের জোলেখা বিয়ে করে নাই স্বামীর মামলা তয় বাদী সাক্ষী হ¹লই ভুয়া। বিনয় দাদু কহিলো জোলেখার মতন পাহাড়েও বিনা কারনে বহুতে কিল ঘুষি খাইয়া হাজতবাস করিতেছে। মামলা হামলা লইয়া ভুয়া আর নকল মিলাইতে পাহাড়েও একটু ঘুটা দেন। পোলাপাইনতো বই, খাতা, ড্রেস গুছাইতেছে তয় বেপরোয়া করোনা-১৯ শিক্ষায় আমাগো শিক্ষকগোর টিকা সনদ দেখিয়া দরজা খোলনের ওয়ার্ডার দেন।
মা’গো যারা আমাগো স্বাধীনতায় বিশ্বাস করিতো না তারাইতো তলা বিহীন দেশ বলিয়া পরিচয় করাইয়াছিল এই আর নুতন কি। জাতির জনক হত্যায় সিনিয়ির নেতাগোর ভুমিকা কেমুন জানি কলিজায় নতুন করিয়া ঝাঁকুনি দিয়াছে। ২১ আগষ্ট হামলা ঘটনা পদে পদে স্মরণ রাখিতে হইবে। সাজাপ্রাপ্ত রঞ্জুতো আটক হইয়াছে। বগুড়ায় ভোটার তালিকায় জীবিতরে মৃত মৃতরে জীবিত নির্বাচন কমিশনের তাইজ্জব কর্মকান্ড। উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীগোর লাগামহীন অপরাধকান্ড। সিরাজগঞ্জে গৃহবধুকে গণধর্ষণ। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের পিয়নরাও কুটিপতি, কি তামাশা হইতেছে। মাদকের নানান কিচিমের কান্ডে ধনীর দুলাল দুলালীদের বিচারের কাঠ গড়ায় তুলিতে আদেশ করেন। আপুনার ঘুম নাই অথচ টিকা চুরি হইয়া যায়, তাইজ্জব কান্ডরে মা। পাপিয়ারে মতো বাকীদের পাখাও ছাঁটিয় দিতে আদেশ করেন। অবাধ তথ্য পথ্যের যুগে দেশে অনুমোদন বিহীন নানান কিচিমের নামের ওয়েব টিভি অনলাইন পোর্টাল ডেঙ্গু মশার চাইতেও ভয়ঙ্কর হইয়াছে। এই কান্ডে খালি ওলট পালট মিথ্যা আর লুটেরাগোর দখলে।
মা’গো পরীর পাখায়তো এখুন বহুতের কাঁপাইতেছে। নাটের গুরুদের জালে ভরাইতে আদেশ দেন। পরীমনিদের যারা উল্টোপথে চলাইয়াছে তাঁগোরেও হাতকড়া পড়াইতে ওয়ার্ডার দেন। এই নায়িকার পিছনেতো হায়নার দল জুটিয়াছে। ঢাকার বোট ক্লাবের নানান ইঞ্জিন আর চালনের চালক লইয়া সংসদে কুইশান। ডিরেক্টর, প্রডিউসর, নায়ক নায়িকা হইলেই যে মদ গাজা খাইতে হইবে এমুন কি কথা আছে। আমাগো চলচিত্র জগতে বহুত লুইচ্চা, বদমাইশ, মদদী, গাজাটি, মাদককারবারী বাসা বান্ধিয়াছে। এই চিরিয়া জগতের দর্পণ খানা দেশের দাদুদিদিগোর সামনে তুলিয়া ধরেন। অল্পতে নায়ক নায়িকা বানাইয়া দিবার কথা কহিয়া নারীর জীবন লইয়া তলে তলে বহুত টানাটানি চলিতেছে। ঐ রঙিন জগতের চরিত্রহীন পরিচালক, প্রজোযোগ, মেকার, পেস্টার বহুতও আকামে জড়িত লুইচ্চা বদমাইশগোর গোড়া ধরিয়া টান দেন। চলচিত্র জগতে কষিয়া রোলার চালান। না হইলে মা-বোনরা চিত্র ঘরে পা বাড়াইবেনা। পাক্কা সত্যি হইলো চিত্র জগতের লুইচ্চা, বদমাইশ, মদদী, গাজাটির বংশ বিস্তার বধ্ করিতে কোমড়ে দড়ি লাগাইয়া টানেন।
মা’জননীগো হবিগঞ্জে গৃহবধূ ধর্ষণ ঘটনায় ছাত্রলীগের নেতা কান্ড। মা-ছেলে অপহরনে রংপুরে সিআইডর তিন দাদু লেনদেন তলব। নোয়াখালী-বগুড়ায় দুই ছাত্রী ধর্ষণ। রাজধানীতে চাঁন্দাবাজ শ্রমিকলীগ নেতা র্যাবের জালে আটক। দেশের বহুস্থানে গুমকান্ডের গুম হওয়াদের বাহির করেন। বরিশালে ইউএনও-ওসি ঘটনা মনে হইতেছে পাঠা উতোর ঘষাঘষিতে মরিচের সর্বনাশ অবস্থা। গুম হওয়াগো বা-মা, ভাই-বোন, স্ত্রী, পুত্ররাও অপেক্ষায় রহিয়াছে। মাদারীপুরে কুটি টাকার গুচ্ছগ্রামে এক পরিবার কেন বাকীদের আনিতে আদেশ করেন। অস্ত্রধারী ধরিতে নোয়াখালীর আমামীলীগে স্তরে স্তরে চালইন চালাইতে চালাইতে আদেশ করেন। লুটেরা প্রতারক আরিফ মাইনুদ্দিন লুট করিতে হইয়া গেল আইজিপি বেনজিন, এই মহা অপসাহসকারীদের প্রেতাত্মাতারাও যাহাতে ভয় পায় হেই শিক্ষা দিতে হইবে। ইউপির ট্রেড লাইসেন্সে কুটি কুটি টাকার সরবরাহ কাজ পিলে চমকাইতেছে। দেশের দাদু-দিদিরা করোনা-১৯ টপকাইয়া ঠিক থাকিতে টিকার জইন্য লম্পঝম্প করিতেছে আর স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা বিড়াল লইয়া আফিস করিতেছে হেঁতাইনে খুব খুশিতে আছে, হায়া শরমও নাই মনে হইতেছে। রাব্বি দাদু কহিলো দেশের কারাগারে অন্তত দেড়শত এইডস রোগী। এই আরেক বিপদের উঁকি।
মা’গো চাঁটগার সিআরবি লইয়া সড়যন্ত্র বন্ধ করিতে আদেশ করেন। মুরাদ দাদুতো কহিলো রাষ্ট্রের টাকায় খুনির নামে কেন জাদুঘর। ফটিকছড়িতে সৎ মায়ের গরম খুন্তি ছ্যাঁকাতে তিন বছরের শিশুর বার্ণ ইউনিটে কাঁতারাইতেছে। নালায় পড়িয়া নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ নাই। নালা নর্দমা এখন মরণ ফাঁদে পরিণত হইয়াছে। বন্দর সচিব পরিচয়ে প্রতারক সেকান্দারের কুটি টাকা লুট। বিপদ ঘটিবার আগেই দেওয়ান হাট ব্রিজ দ্রুত সংস্কার করিতে আদেশ করেন। জননিরাপত্তায় ফ্লাইওভারে ছিনতাই রুখিতে পুলিশ পোস্ট বসাইতে উদ্যোগ লইবেন। চুরি ডাকাতিতে যুবক কিশোর গ্যাংক বেপরোয়া হইয়াছে ধরা খাইতেছে কিশোর যুবক। ডাক বিভাগের ভুয়া একান্টে ৩০কুটি টাকা আত্মসাত। সোয়া পাঁচ কুটি টাকার ইয়াবা লইয়া যুবলীগ নেতা আটক। হ¹ল সুনাম ডুবাইয়া ছাড়িবে।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্বশক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো এই শোকের মাসে জাতির পিতারে প্রাণভরে শ্রদ্ধা ও ভালোবাস। জাতি বঙ্গমাতারে শ্রদ্ধার সাথে স্মরন করিয়াছে জন্মদিন পালন করিয়াছে। জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২১ খ্রীঃ