[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বাসদ নেতা জাহেদ টুটুলের লাশ উদ্ধার

৭২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে তার ঘনিষ্টরা মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহেদ আহমেদ টুটুলের পরিচিত ও ঘনিষ্ঠ পলাশ চৌধুরী নামে এক ব্যবসায়ী ও সমাজকর্মী জানান, গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) দিনের বেলায় তিনি (টুটুল) তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে যান। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়কের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, রাতে খাগড়াছড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবী এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টুনি আহমেদ নামে তার একমাত্র মেয়ে থাকলেও বছর দশেক আগে স্ত্রীর সঙ্গে সম্পর্কহীন ছিলেন।