খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে বাসদ নেতা জাহেদ টুটুলের লাশ উদ্ধার
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুল (৬০)এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে তার ঘনিষ্টরা মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহেদ আহমেদ টুটুলের পরিচিত ও ঘনিষ্ঠ পলাশ চৌধুরী নামে এক ব্যবসায়ী ও সমাজকর্মী জানান, গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) দিনের বেলায় তিনি (টুটুল) তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে যান। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অনেক রাতেও বাসায় না ফেরায় তার সহকর্মীরা চারদিকে খোঁজ করতে থাকেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়কের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, রাতে খাগড়াছড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কমরেড জাহেদ আহমেদ টুটুল পেশায় একজন কৃষিজীবী এবং ফুলটাইম বাসদ’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টুনি আহমেদ নামে তার একমাত্র মেয়ে থাকলেও বছর দশেক আগে স্ত্রীর সঙ্গে সম্পর্কহীন ছিলেন।