[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে মার্শাল আর্ট প্রশিক্ষণের শুভ উদ্ধোধন

৩৮

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রোয়াংছড়িতে বেসরকারি সংস্থার তহজিংডং উদ্যোগের ৩০জন বালিকাদেরকে মার্শাল আর্ট প্রশিক্ষণ মাসব্যাপী উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর ২০২১) রোয়াংছড়ি উপজেলা টাউন হলে এ প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকার, ইউএস-এইড, ইউএনডিপি অর্থায়নের চিটাগং হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি প্রকল্পের বাস্তবায়িত সংস্থা তহজিংডং এনজিও অন্তর্ভুক্ত রোয়াংছড়ি উপজেলার ৩০ জন বালিকাদের মার্শাল আর্ট প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলভিইএম কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ক্যসাইনু মারমা, মাউসাং মারমা, চিংম্রাই মারমা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, প্রশিক্ষক কোকোপ্রু মারমা, প্রকল্পের কর্মী উবাসাই মারমা, এক্যচিং মারমা সুমি, একাউন্টে মনতি গারোসহ প্রশিক্ষর্ণীরা।

প্রকল্প সমন্বয়ক উবাসাই মারমা বলেন রোয়াংছড়ি উপজেলাতে মার্শাল আর্ট প্রশিক্ষর্ণাথীরা মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন। প্রকল্পের উদ্দেশ্য শুধু মাত্র ১২-১৫ বছর বয়স বালিকাদেরকে প্রশিক্ষণের সুযোগ পাবেন। জীবন আত্তার রক্ষা করার জন্য এ প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হবে। মার্শাল আর্ট প্রশিক্ষক কোকোপ্রু মারমা ৩০ জন বালিকাদের মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করবে রোয়াংছড়ি উপজেলা টাউন হলে।