[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে এক পর্যটক নিখোঁজ

২০৩

।। থানচি উপজেলা প্রতিনিধি ।।

বান্দরবানে থানচি উপজেলার সাংঙ্গু নদীতে গোসল করতে গিয়ে এক পর্যটকের নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে ব্রাদ্মণবাড়িয়া জেলার বিজয়নগর মেরাসানী এলাকার ফজলুল হকের ছেলে ফজলে এলাহী ফয়সাল (২৬) বলে থানা সুত্র জানিয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নেটওর্য়াক বিহীন (বংড) বড় পাথর নামক এলাকায় গোসল করতে নামার পর থেকে ফজলে এলাহী ফয়সাল এর খোঁজ মেলেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ পর্যটক ফজলে এলাহী ফয়সালসহ ১২ জনের একটি পর্যটকের দল রেমাক্রীর দিকে যায়। যাওয়ার পথে (বংড) বড় পাথর এলাকায় পৌচ্ছালে সাংঙ্গু নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ডুবে যায় সে। এসময় সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আরো জানা যায়, পর্যটকরা রেমাক্রী কিংবা (বংড) বড় পাথর এলাকায় গেলে থানায় এন্ট্রি করতে হয়। তবে এ পর্যটক ১২ জনের দলটি থানায় এন্ট্রি করেনি। ঘটনাস্থলে নেটওর্য়াক না থাকায় তাৎক্ষনিভাবে বিস্তারিত জানাও সম্ভব হয়নি।

এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, একজন পর্যটকের নিখোঁজ এর বিজিবি’র মাধ্যমে খবর পেয়েছি। সেখানে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে। নিখোঁজ পর্যটকের উদ্ধারে কাজ করছে বিজিবিসহ পুলিশের একটি দল।