[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার ‘মা’ অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে নাপানছিড়িতে ভেজা চোখে রাজকীয় বিদায় জানালেন মসজিদের ইমামকেখাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতাররাঙ্গামাটির বাঙ্গালহালিয়া খাল ঐতির্হ্যের নীরব সাক্ষী, অথচ দখলে দূষণে বিপর্যস্তকাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দনাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতারঅসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে এক পর্যটক নিখোঁজ

২০৩

।। থানচি উপজেলা প্রতিনিধি ।।

বান্দরবানে থানচি উপজেলার সাংঙ্গু নদীতে গোসল করতে গিয়ে এক পর্যটকের নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে ব্রাদ্মণবাড়িয়া জেলার বিজয়নগর মেরাসানী এলাকার ফজলুল হকের ছেলে ফজলে এলাহী ফয়সাল (২৬) বলে থানা সুত্র জানিয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নেটওর্য়াক বিহীন (বংড) বড় পাথর নামক এলাকায় গোসল করতে নামার পর থেকে ফজলে এলাহী ফয়সাল এর খোঁজ মেলেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ পর্যটক ফজলে এলাহী ফয়সালসহ ১২ জনের একটি পর্যটকের দল রেমাক্রীর দিকে যায়। যাওয়ার পথে (বংড) বড় পাথর এলাকায় পৌচ্ছালে সাংঙ্গু নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ডুবে যায় সে। এসময় সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আরো জানা যায়, পর্যটকরা রেমাক্রী কিংবা (বংড) বড় পাথর এলাকায় গেলে থানায় এন্ট্রি করতে হয়। তবে এ পর্যটক ১২ জনের দলটি থানায় এন্ট্রি করেনি। ঘটনাস্থলে নেটওর্য়াক না থাকায় তাৎক্ষনিভাবে বিস্তারিত জানাও সম্ভব হয়নি।

এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, একজন পর্যটকের নিখোঁজ এর বিজিবি’র মাধ্যমে খবর পেয়েছি। সেখানে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে। নিখোঁজ পর্যটকের উদ্ধারে কাজ করছে বিজিবিসহ পুলিশের একটি দল।