[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রকৃতির কাছে আমরা সবাই অপরাধী রাঙ্গামাটিতে বৃক্ষ মেলায়: উপদেষ্টা সুপ্রদীপ৫ আগস্ট বিজয় দিবস পালন উপলক্ষ্যে রাজস্থলীতে বিএনপির সভারাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশকাপ্তাইয়ে পুলিশের তল্লাশিতে তামার তারসহ পাচারকারী আটকবান্দরবানের থানচিতে গ্রামীণ সড়ক হলেও সেতুর অভাবে ১২০ পরিবারকাপ্তাইয়ে মাতৃ সম্মেলন ও বৈদান্তিক বিদ্যালয় উদ্বোধনরাঙ্গামাটির কাপ্তাইস্থ ব্যাঙছড়ি সড়কের সংযোগ ব্রিজ দুই বছরেও সম্পন্ন হয়নিরামগড় উপজেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিনের মৃত্যুবাঘাইছড়িতে সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা বিজিবি জোনকাপ্তাই হ্রদে পানিতে ডুবেছে রাঙ্গামাটির আইকন ঝুলন্ত সেতু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে এ পর্যন্ত ভ্যাকসিন পেল ১৩ হাজার

৫৩

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

বর্তমান সরকার দেশকে করোনামুক্ত রাখতে শতভাগ ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বরকল উপজেলাতেও করোনামুক্ত রাখতে ভ্যাকসিনের সেবা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বরকলে বিভিন্ন পেশার মানুষ এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে ১৩ হাজার ১শ ৯৮ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যাক্তি সূত্রে জানা যায়,গত ৭ই ফেব্রুয়ারী থেকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু হয়।এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবি লোকজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে।বরকল উপজেলায় এ পর্যন্ত ১ম ডোজের সিনোফার্ম ভ্যাকসিন পেয়েছে ৮হাজার ৭শ৭৬ জন ও স্ট্রেজেনিকা ১হাজার ৬শ ৫ জন মোট ১০হাজার ৩শ ৮১ জন এবং ২য় ডজের সিনোফার্ম ভ্যাকসিন পেয়েছে ১হাজার ২শ ৫৬ জন ও স্ট্রেজেনিকা ১হাজার ৫শ৬১জন মোট ২ হাজার ৮শ ১৭ জন সহ এ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন পেয়েছে ১৩হাজার ১শ৯৮ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর জানান,বরকলে সকল পেশার মানুষকে ভ্যাকসিন দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেনি বা ভ্যাকসিনের আওতায় আসেনি তাদের পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হবে।বর্তমানে ভ্যাকসিন ৮শ ২০ ডোজ স্টক রয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।