দীঘিনালায় ছেলের হাতে বাবা খুন
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ছেলের হাতে বাবার খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙ্গালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, উপজেলার জামতলীর বাঙ্গালীপাড়া এলাকায় ছেলে জসিম উদ্দীন জনি তার পিতা মিন্টু মিয়া (৫১)কে এলোপাতাড়ি ধারালো দা দিয়ে কোপায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিন্টু মিয়া। ঘটনার পর ছেলে জসিম উদ্দীন জনি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের নাম মিন্টু মিয়া (৫১) উপজেলার জামতলী বাঙ্গালীপাড়া এলাকার মোবারক আলী ছেলে।
নিহতের পিতা মোঃ মোবারক আলী জানান, আমার ছেলে মিন্টু মিয়া এবং নাতি জসিম উদ্দীন জনি দুজনই মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
দীঘিনালা থানার উপ পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।