ভারত সীমান্তবর্তী বড় হরিণায় ভিজিডি চাল বিতরণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে ভারত সীমান্তবর্তী বড় হরিণা ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিডি চাল গ্রামীণ দুস্থ মহিলাদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় হরিণা ইউনিয়নের ৯ ওয়ার্ডে প্রতি জনকে ( জুলাই -অগাস্ট) দু’মাসে ৬০ কেজি করে ২১৭জন কার্ডধারী দুঃস্থ মহিলার মাঝে সর্বমোট ১৩হাজার ২০কেজি চাল বিতরণ করা হয়। এসব চাল বিতরণ করেছেন, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা। এসময় বড় হরিণা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।