কাপ্তাইয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নুরুনবী কাঞ্চন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার লকগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আসামি নুরুনবী কাঞ্চন দীর্ঘ দিন পলাতক ছিল। তার বিরুদ্ধে ৪টি গ্রেফতারী পরোয়ানা এবং ২ বছরের সাজা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লকগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি লকগেইট এলাকার ইউনুস আলীর ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।