মাটিরাঙ্গায় রাবার পাচার করার সময় সেনাবাহিনীর হাতে আটক ৩
॥ আবুল হাসেম, মাটিরাঙ্গ ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৪ মেট্রিক টন রাবার জব্দ সহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাচালকালে রাবার ভর্তি একটি পিক আপ সহ ৩ জনকে আটক করে বলে স্তানীয় থানা সুত্র নিশ্চিত করেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, খাগড়াছড়ি হতে এক পিকআপ রাবার অবৈধভাবে পাচার হচ্ছে। পরে রাবার বহনকারী পিকআপটিকে খাগড়াছড়ি জিরো পয়েন্টে এবং আলুটিলায় দায়িত্বরত পুলিশ থামার সংকেত দিলে চালক তা উপেক্ষা করে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করে।
পরে মাটিরাঙ্গা জোন কর্তৃক একটি টহলদল রাবার ভর্তি পিকআপটি মাটিরাঙা জোন সদরের গেইটের কাছাকাছি আসলে অবস্থানরত টহলদল পিকআপটি আটক করে। এসময় রাবার পাচারের সাথে জড়িত মোঃ আলমগীর হোসেন (৫০), মোহাম্মদ জাহিদুর রহমান (২৫) এবং মোঃ ইকবাল হোসেন (২৩) নামক তিন ব্যাক্তিকে আটক করে মাটিরাঙা জোন।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে তারা এভাবেই রাবার পাচার করে আসছিলো। রাবার ভর্তি পিকআপ মাটিরাঙা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। জব্দকৃত রাবারের পরিমান ৪ মে.টন যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ সম্পদ। এ মূল্যবান সম্পদ রক্ষা করা এবং রাজস্ব ফাঁকি দিয়ে এ সকল অবৈধ পাচার চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গারজোন।