রাজস্থীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত
॥ আজগর আলী খান, রাজস্থলী ॥
শ্রীকৃষ্ণের আবির্ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় সনাতনী সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। সোমবার (৩০ আগষ্ট) সকাল ১১ টায় রাজস্থলী বাজার হরিমন্দির প্রাঙ্গনে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এতে ভক্তগন নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। তাঁর জীবন, কর্ম আর আদর্শ থেকে শিক্ষা নিয়ে তাঁকে অনুসরণ করতে পারলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি নির্মূলের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।