[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে বৃদ্ধ কৃষককে গুলি করে হত্যা

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বৃদ্ধ কৃষক থোয়াই অং প্রুগ্রী মারমা (৭০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গম ওয়া¹া ইউনিয়নের কুকিমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার বিকেলে কৃষক থোয়াই অং প্রুগ্রী মারমা কুকিমারা এলাকায় কৃষি কাজ সেরে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে।

এবিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে কি ভাবে এ ঘটনা ঘটেছে তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।